সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল ইসলাম (৩০) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম গ্রামের আজির উদ্দিনের ছেলে।
উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহতের চাচা সাহাব উদ্দিন মেম্বার বলেন, আমার ভাতিজা সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানিতে দুই বছর ধরে কর্মরত ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দা শহরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ