সৌদি আরবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি ৪০ হাজারেরও বেশি প্রবাসী কর্মী

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে দেশব্যাপী পরিদর্শন অভিযান পরিচালনা করেছে যাতে আবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করা যায়, যার ফলে ২০,৭৪৯টি লঙ্ঘন রেকর্ড করা হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ ইকামা সম্পর্কিত ১৩,৮৭১টি লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত ৩,৫১৭টি এবং শ্রম বিধি সম্পর্কিত ৩,৩৬১টি লঙ্ঘনের কথা জানিয়েছে।

মোট ১,০৫১ জন ব্যক্তি অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করেছিলেন, যার মধ্যে ৪৩% ইয়েমেনি, ৫৪% ইথিওপিয়ান এবং ৩% অন্যান্য জাতীয়তার। এছাড়াও, অবৈধভাবে দেশ ত্যাগ করার চেষ্টা করার সময় ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Travelion – Mobile

নিরাপত্তা বাহিনী লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সুবিধা প্রদানের জন্য ১২ জনকে গ্রেপ্তার করেছে।

Diamond-Cement-mobile

বর্তমানে, ৪০,১৭৩ জন প্রবাসী – ৩৫,৮৬২ জন পুরুষ এবং ৪,৩১১ জন মহিলা – নিয়ন্ত্রক প্রয়োগের জন্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

আটকদের মধ্যে ৩২,৩৭৫ জন আইন লঙ্ঘনকারীকে যথাযথ ভ্রমণ নথিপত্র (ট্রাভেল পাস) সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে ২,৫৭৬ জনকে প্রস্থান বুকিংয়ের (স্বদেশ ফেরতের বিমান টিকিট) ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ১০,০২৪ জনকে নিজ নিজ দেশে পাঠিয়েও দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, যারা অবৈধ প্রবেশ, পরিবহন বা আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা এবং এই ধরনের উদ্দেশ্যে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। এই কাজগুলিকে গ্রেপ্তারের জন্য বড় অপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

মন্ত্রণালয় নাগরিক এবং বাসিন্দাদের মক্কা, রিয়াদ এবং পূর্ব প্রদেশে ৯১১ এবং রাজ্যের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করে যেকোনো আইন লঙ্ঘনের খবর জানাতে অনুরোধ করেছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!