সৌদিতে গাড়িচাপায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবে গাড়িচাপায় প্রবাসী বাংলাদেশি যুবক মো. শাকিল মাঝি (২৩) মারা গেছেন।
রোববার (১৩ অক্টোবর) সকালে দেশটির আভা খামিজ মোসাইদ শহরে দুঘর্টনার শিকার হন শাকিল। বলা হচ্ছে, তাদের গাড়িই পেছনে নেওয়ার সময় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি ।
মরদেহ আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
নিহত শাকিল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাওলাদার স্টেশন এলাকার মাঝি বাড়ির কৃষক আলিম উদ্দিন মাঝির ছেলে। ৮ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।
তার বড় ভাই মনির হোসেন জানান, প্রায় ৭ লাখ টাকা ঋণ নিয়ে ৬ মাস আগে শাকিলকে সৌদি আরব কাজের সন্ধানে পাঠানো হয়। সেখানে সে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। ওই গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালে শাকিল গাড়ি নিচে চাপা পড়ে।
মরদেহ দেশে আনতে বাংলাদেশ দূতাবাসসহ কমিউনিটির সহযোগিতা চেয়েছে পরিবার।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ