সেই আহমেদাবাদ-লন্ডন ফ্লাইটেই ফের বিপত্তি! প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার
ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর প্রথম লন্ডনগামী ফ্লাইট হিসেবেই নির্ধারিত ছিল এয়ার ইন্ডিয়ার AI-159। কিন্তু মঙ্গলবার দুপুরে সেই ফ্লাইটটিও শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হয় ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে। দুপুর ১টা ১০ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও শেষমুহূর্তে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। এটি গত ২৪ ঘণ্টায় এয়ার ইন্ডিয়ার চতুর্থ ফ্লাইট বিভ্রাট।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের টিকিটের পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে।
এর আগে, গত ১২ জুন আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা করা AI-171 ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই শহরের মেঘানীনগর এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে একজন ছাড়া সবাই প্রাণ হারান। পাশাপাশি, আমদাবাদ মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর বিমানটি ভেঙে পড়ায় আরও ২৯ জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা দাঁড়ায় ২৭৪-তে।
AI-171 ফ্লাইটটি বাতিল করে পরবর্তী ফ্লাইট হিসেবে নির্ধারিত হয় AI-159, যার বিমানটিও ছিল একই মডেলের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। কিন্তু মঙ্গলবার সেটিও বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা চরমে পৌঁছেছে।
এদিকে, একই দিনে আরও কয়েকটি প্রযুক্তিগত ত্রুটির ঘটনা এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। মঙ্গলবার সকালে সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী AI-180 ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় কলকাতা বিমানবন্দরে। যাত্রীদের তাৎক্ষণিক নামিয়ে নেওয়া হয়।
তার আগের দিন, সোমবার, হংকং থেকে দিল্লিগামী AI-315 ফ্লাইট টেক-অফের কিছু পরেই ফিরে যায় হংকংয়ে। একই দিন দিল্লি থেকে রাঁচিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আরেকটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে আসে দিল্লিতে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ