মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কম খরচের বিমানসংস্থা সালামএয়ারের বহরে বহরে যুক্ত হচ্ছে আরও ১০টি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ । আকাশপথে ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে, বিভিন্ন লিজিং কোম্পানি থেকে এসব উড়োজাহাজের অর্ডার দিয়েছে সংস্থাটি। এই সম্প্রসারণ আগামী পাঁচ বছরের জন্য বিমানসংস্থার কৌশলগত বৃদ্ধির লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নতুন উড়োজাহাজগুলো সালামএয়ারের সক্ষমতা বৃদ্ধি করবে এবং নতুন গন্তব্যস্থল চালু করতে এবং বিদ্যমান রুটে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে সক্ষম করবে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক রুটে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণ করবে।
বিমান সংস্থাটি বর্তমানে এয়ারবাস A320neo এবং A321neo উড়োজাহাজের একটি বহর পরিচালনা করে, যা তাদের জ্বালানি দক্ষতা এবং পরিচালনাগত নির্ভরযোগ্যতার জন্য পরিচিত।
নতুন উড়োজাহাজের সংগ্রহের বিষয়ে মন্তব্য করে, সালামএয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাড্রিয়ান হ্যামিল্টন-ম্যানস বিমানসংস্থার বাজার অবস্থান শক্তিশালী করতে এবং সংযোগ উন্নত করতে বহর সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।
পর্যটন এবং ব্যবসায়িক ভ্রমণ বৃদ্ধির মাধ্যমে এই পদক্ষেপ ওমানের বিমান চলাচল খাতে অবদান রাখবে বলে তিনি আশা করছেন।
গুরুত্বপূর্ণ বাজারগুলিতে উপস্থিতি ক্রমাগত বৃদ্ধি করে চলেছে সালামএয়ার, পরিষেবার মান এবং স্থায়িত্বের উপর দৃঢ় মনোযোগ বজায় রেখে সাশ্রয়ী মূল্যের ভ্রমণ বিকল্পগুলি অফার করছে।
২০১৭ সালের ৩০ জানুয়ারি রাজধানী মাস্কাট ও সালালাহর মধ্যে আভ্যন্তরীণ ফ্লাইট দিয়ে সালামএয়ারের যাত্রা শুরু। একই বছরের ২৮ ফেব্রুয়ারি মাস্কাট-দুবাই রুটের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক পরিষেবা শুরু করে ওমানের প্রথম স্বল্প খরচের বিমানসংস্থাটি । শুরুতে সালামএয়ার দক্ষিণ আমেরিকার লাতাম গ্রুপ থেকে ভাড়া নেওয়া তিনটি Airbus A320-200 পরিচালনা করত। এখন বহরে রয়েছে ১৩টি এয়ারবাস A320 উড়োজাহাজ।
উদ্বোধনের পর থেকে, সালাম এয়ার দ্রুত তাদের রুট নেটওয়ার্ক বৃদ্ধি করে এবং মধ্যপ্রাচ্য, এশিয়া, বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশ এবং ইউরোপে পরিষেবা সম্প্রসারণ করে। এখন, ওমানের ৬টি অভ্যন্তরীণ গন্তব্য এবং বিশ্বের ১৮টি দেশের ৩৭টি শহরে ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম গন্তব্য সালামএয়ারে নিয়মিত সরাসরি ফ্লাইট রয়েছে। সালামএয়াের রয়েছে ৪৫১ জন জনের কর্মীবাহিনী।
সালামএয়ার ২০২২ এবং ২০২৩ সালে ওমানের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছিল।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ