সারজাহগামী ফ্লাইটে উঠতে পারলেন না ৭ প্রবাসী যাত্রী

চেকিং-বোর্ডিং শেষে ইমিগ্রেশন গিয়ে ফিরতে হল সংযুক্ত আরব আমিরাতের সারজাহগামী ৭ জন প্রবাসী বাংলাদেশিকে। তারা আর যেতে পারেন নি প্রবাসে। ওভার বুকিংয়ের কারণে তাদের ওঠানো হয়নি নির্ধারিত ফ্লাইটে।

সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার কর্মকর্তাদের ভুলে ৭ যাত্রীকে ফেরত আসতে হয়েছে।

রাস আল খাইমাপ্রবাসী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৭টায় এয়ার এরাবিয়ার সারজাহগামী ফ্লাইটের যাত্রী হিসেবে চেকিং শেষে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনে যাই। তখনি এয়ার এরাবিয়ার লোকজন জানালো ওভার বুকিং হওয়ায় ৭ জন পরের ফ্লাইটে যেতে হবে।”

Travelion – Mobile

তিনি আরও বলেন, ৯, ১২, ১৪, ১৬ অক্টোবর এয়ার এরাবিয়ারের পরের ফ্লাইট আছে। সেগুলোর একটিতে আমাদের যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। কিন্ত সমস্যা হল আমাদের আবার কোভিড-১৯ টেস্ট করানোর বিড়ম্বনায় পড়তে হবে।”

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান জানান,”কোভিড-১৯ নীতিমালা অনুযায়ী এয়ার এরাবিয়ার ওই ফ্লাইটে যেতে পারবেন ১৪০ জন যাত্রী। কিন্তু তারা ভুলে ১৪৭ জনের বোর্ডিং পাস ইস্যু করেছে। বিষয়টি আমাদের নজরে আসার পরই ৭ জনকে পরের ফ্লাইটে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!