শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ৪০ হাজার টাকায় কলম্বো

শ্রীলঙ্কান এয়ারলাইন্স, কলম্বো

0

বাংলাদেশি যাত্রীদের ৪০ হাজার ৬২৫ টাকায় শ্রীলঙ্কা ঘুরিয়ে আনবে দেশটির উড়োজাহাজ প্রতিষ্ঠান শ্রীলঙ্কান এয়ারলাইন্স।

রোববার (৩ এপ্রিল) যাত্রীদের উদ্দেশে এ ভাড়া ঘোষণা করা হয়। ৪০ হাজার ৬২৫ টাকায় একজন যাত্রী ঢাকা থেকে কলম্বো ও কলম্বো থেকে ঢাকায় আসার রিটার্ন টিকেট কাটতে পারবেন। তবে শ্রীলঙ্কার কোনো নাগরিক এ ভাড়ায় যাতায়াত করতে পারবে না।

আরও পড়তে পারেন : আকাশ রাঙাবে লজেন্স উড়োজাহাজ

Travelion – Mobile

শ্রীলঙ্কান এয়ারলাইন্স জানায়, এ বছরের মে মাসের ৩০ তারিখ পর্যন্ত যাত্রীরা ছাড়ে টিকেট বুকিং পারবেন। আর সেই টিকেট দিয়ে ভ্রমণ করা যাবে জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত।

বর্তমানে ঢাকা থেকে শ্রীলংকার কলম্বোতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এই রুটে প্রতিদিন একটি ফ্লাইট রয়েছে তাদের।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন