২০২৫ সালের আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (ITUC) প্রকাশিত শ্রম অধিকার সূচকে ওমান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পূর্বের রেটিং ৪ থেকে উন্নীত হয়ে এবার ওমানের রেটিং দাঁড়িয়েছে ৩-এ।
এই সূচকটি সুইজারল্যান্ডের জেনেভায় ২ থেকে ১৩ জুন পর্যন্ত চলমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সময় প্রকাশিত হয়। এতে বিশ্বের ১৫১টি দেশে শ্রমিকদের অধিকার কতটা সুরক্ষিত, সেই অনুযায়ী র্যাংকিং নির্ধারণ করা হয়েছে।
ITUC-এর তথ্যানুযায়ী, ওমানে শ্রমিক অধিকার সুরক্ষায় সাম্প্রতিক সময়ে নেওয়া নানা উদ্যোগ এই উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে সরকার, নিয়োগকর্তা ও শ্রমিকদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় সংলাপের প্ল্যাটফর্ম গঠন করায় এই অগ্রগতি সম্ভব হয়েছে। এই উদ্যোগের নেতৃত্বে রয়েছে ওমান ওয়ার্কার্সের সাধারণ ফেডারেশন (GFOW)।
রিপোর্টে বলা হয়েছে, এই সংলাপ ব্যবস্থা শ্রম সম্পর্কিত বিষয়ে গঠনমূলক আলোচনা, আইন প্রণয়ন ও বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখছে। এতে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সুযোগ বেড়েছে এবং সমাধান প্রক্রিয়াও আরও কার্যকর হয়েছে।
ITUC-এর এই সূচকটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) মানদণ্ড অনুযায়ী ৯৭টি সূচকের ভিত্তিতে তৈরি করা হয়। এতে ধর্মঘটের অধিকার, সংগঠনের স্বাধীনতা, যৌথ দর কষাকষি, সহিংসতা থেকে সুরক্ষা এবং মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। রেটিং দেওয়া হয় ১ (সর্বোচ্চ) থেকে ৫ (সবচেয়ে দুর্বল) স্কেলে।
ওমান যেখানে এগিয়ে গেছে, সেখানে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের সার্বিক চিত্র এখনো উদ্বেগজনক। এ অঞ্চলটি গড় স্কোর ৪.৬৮ পেয়েছে, যা গত বছরের তুলনায় সামান্য উন্নতি হলেও এখনো নিম্ন অবস্থানে রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের সংগঠন গঠনের অধিকার সীমিত বা নিষিদ্ধ, যা বিশেষ করে অভিবাসী শ্রমিকদের জন্য উদ্বেগজনক।
বিশ্বের মধ্যে ওমান, অস্ট্রেলিয়া এবং মলদোভা—এই তিনটি দেশই এই বছর তাদের রেটিং উন্নত করেছে। অন্যদিকে সাতটি দেশের—আর্জেন্টিনা, কোস্টারিকা, জর্জিয়া, ইতালি, মৌরিতানিয়া, নাইজার এবং পানামা—অবস্থান খারাপ হয়েছে।
২০২৫ সালে শ্রমিক অধিকারের দিক থেকে সবচেয়ে খারাপ দশটি দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে: বাংলাদেশ, বেলারুশ, ইকুয়েডর, মিশর, এসওয়াতিনি, মায়ানমার, নাইজেরিয়া, ফিলিপাইন, তিউনিসিয়া এবং তুর্কিয়ে।
ITUC জানিয়েছে, বিশ্বজুড়ে শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর জন্য ২০২৫ সালেও পরিস্থিতি চ্যালেঞ্জিং রয়ে গেছে। ইউরোপ ও আমেরিকা এবার পর্যন্ত সবচেয়ে দুর্বল স্কোর করেছে, যা উদ্বেগের কারণ। এ বছর মাত্র সাতটি দেশ সর্বোচ্চ রেটিং পেয়েছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ