শাহজালাল বিমানবন্দরে যাত্রীর গালিগালাজ ও হট্টগোল—যা জানাল বেবিচক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর অস্বাভাবিক আচরণ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। এতে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য উপস্থাপিত হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের অবস্থান স্পষ্ট করেছে।

ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বুধবার (৪ জুন) রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় বেবিচক।

এতে জানানো হয়, ৪ জুন (৩ জুন দিবাগত রাত) রাত ১টা ৩৬ মিনিটে বোর্ডিং ব্রিজ ৬-এ নিরাপত্তা রাউন্ড চলাকালে মালয়েশিয়া এয়ারলাইন্সের (ফ্লাইট MH-196) এক যাত্রী মো. তুহিন আলী চিৎকার ও অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এসময় মালয়েশিয়া এয়ারলাইন্সের দুই প্রতিনিধি তাকে শান্ত করতে এবং তার পাসপোর্ট ও ব্যাগ বুঝিয়ে দিতে চেষ্টা করলেও তিনি সহযোগিতা করেননি।

ওই যাত্রী তার মালামাল, পাসপোর্ট এবং অর্থ (মালয়েশিয়ান রিঙ্গিত) বোর্ডিং ব্রিজ এলাকায় ছুড়ে ফেলেন এবং নিজের মা-বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করতে থাকেন।

এতে করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আশপাশে লোকজন জড়ো হতে থাকেন। এর ফলে ওই বোর্ডিং ব্রিজে অন্য একটি ফ্লাইটের স্ক্যানিং কার্যক্রমও বিঘ্নিত হয়।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!