লেবাননে শ্বাসকষ্টে বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু

লেবাননে ঠান্ডাজনিত শ্বাসকষ্টে মারা গেছেন বাংলাদেশি নারীকর্মী মোমেনা বেগম (৩৬)।

তাঁর বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার চরভাদ্রসন উপজেলার বোদ্দাঙ্গি গ্রামে।। স্বামীর নাম ওবায়দুর রহমান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯ টায় কেরেন্তিনা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বর্তমানে মৃতদেহ হিমঘরে আছে।

Travelion – Mobile

জানা যায়, মোমেনা বেগম দীর্ঘ ৮ বছর আগে গৃহকর্মীর ভিসা নিয়ে লেবানন আসেন। তিনি মুকাল্লেস এলাকায় নিজ রুমে ৪ দিন যাবত ঠান্ডাজনিত সমস্যায় অসুস্থ ছিলেন।

শনিবার সন্ধ্যায় প্রবল শ্বাসকষ্ট শুরু হলে স্থানীয় কয়েকজন বাংলাদেশি তাঁকে কেরেন্তিনা হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করায় । কয়েক ঘন্টা পরেই রাত ৯ টার দিকে তিনি মারা যান।

চিকিৎসক জানিয়েছে শ্বাসজনিত সমস্যায় তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে তাঁর মৃত্যু সংবাদ বৈরুত দূতাবাসকে জানালে দূতাবাসের শ্রম সচিব জানান প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন শেষে মরদেহ স্বল্প সময়ে পরিবারের নিকট ফেরত পাঠানো হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!