লেবাননে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরামে অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান হয়েছে।
রোববার রাজধানী বৈরুতের আলকোলায় রেস্ট প্যালেস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অভিবাসী সংস্থার প্রতিনিধি সারবেল রাহি।
লেবানন প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ
সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আলআমিন ইজ্জত ও প্রচার সম্পাদক মামুন গাজি যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ আলম, উপদেষ্টা সদস্য সুফিয়া আক্তার বেবি, সাবেক প্রধান উপদেষ্টা বাবুল মুন্সী, সাধারণ সম্পাদক আব্দুল করিম ও মহিলা সম্পাদিকা শাহনাজ আক্তার।
বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি শামিম আহমেদ সবুজ, দপ্তর সম্পাদক আব্দুল জলিল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান ও সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ।
উপস্থিত ছিলেন, রাকিব হোসেন, শফিকুল ইসলাম, আলামিন দেওয়ান, মনির হোসেন, শাহ আলম, জুয়েল মিয়া, বাবু মিয়া, মনা আক্তার, কামাল হোসেন, রোজিনা আক্তার, মুন্নি আক্তার, মোরশেদা আক্তার, খাদিজা আক্তার, সোলায়মান আহমেদ, আব্দুল মজিদ ও মাসুম বিল্লাহ সহ আরো অনেকে।
লেবানন প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ
সংগঠনের নেতারা, লেবাননে অসহায় প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংগঠনের সকল উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বাংলাদেশিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া্ও অনুষ্ঠানে লেবাননে নিযুক্ত আন্তর্জাতিক বেসরকারী সংস্থা আই.এম.ও, এম.এস.এফ ও বি.এম.এল এর প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।