লেবাননে বাংলাদেশিদের সাদামাটা ঈদ উদযাপন

0

লেবাননে এবারও সাদামাটাভাবে ঈদ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। অতীতে প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ বিরাজ করলেও পাল্টেছে দৃশ্যপট। নিরানন্দ ছিল ঈদ উৎসব। দেশটিতে অর্থনৈতিক মন্দা, ডলার সংকটসহ খাদ্যদ্রব্যের কয়েকগুন মূল্য বৃদ্ধির কারনে দীর্ঘ ৩ বছর ধরে বাংলাদেশিরা মানবেতর জীবনযাপন করছে।

দেশটিতে চলমান অর্থনৈতিক মন্দায় বেশিরভাগ বাংলাদেশি নিজ দেশে চলে যাওয়ায় এবার পূর্বের চেয়ে অনেক কম জামাতের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা। তাও আবার হাতেগোনা কয়েকটি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মুকাল্লেস এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত সংগঠনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৫ শতাধিক ধর্মপ্রান মুসল্লী জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করে। এছাড়াও সালোমী, কুক্কুদি সহ আরো কিছু জায়গায় বাংলাদেশিদের আয়োজনে ঈদের ছোট বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।

Travelion – Mobile

নামাজ শেষে দুই হাত তুলে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও পরিবারের সুখ কামনা করে মোনাজাত করা হয়।

তাছাড়া লেবাননে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বৈরুতের আল আমিন মসজিদে। সেখানে দেশটির রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গ, বাংলাদেশ ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন।

নামাজ আদায় করতে আসা বাংলাদেশিরা জানায়, মহান আল্লাহর অশেষ রহমতে আমরা ঈদের নামাজ আদায় করতে পারলেও আমাদের মনে নেই ঈদের আনন্দ। ডলার সংকটের কারনে দেশে পরিবারের নিকট অর্থ পাঠাতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন