লেবাননে করোনায় আক্রান্ত ১৭ প্রবাসী বাংলাদেশি

লেবাননে ১৭ জন প্রবাসী বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমানে সবাই রাজধানী বৈরুতের শহীদ রফিক হারিরি হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন বাংলাদেশ দূতাবাস সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, লেবাননে অপারেটর নামে একটি ক্লিনিং কোম্পানিতে প্রায় ৩০০ জন প্রবাসী কর্মি কাজ করেন। এরমধ্যে দুই শ’জনের মতাে বাংলাদেশি কর্মী রয়েছেন। রাস-আল-নাভা এলাকায় একটি ৩ তলা ভবনে তারা বসবাস করছেন।

শনিবার (১৬ মে) লেবানন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম ওই ভবনে গিয়ে প্রায় ১৫০ জন প্রাবসীর নমুনা পরীক্ষা করে। পরে ফলাফলে ১৭ জন বাংলাদেশি করোনাভাইরাস পজেটিভ আসে।

Travelion – Mobile

আক্রান্ত সবাই রফিক হারিরি হাসপাতালে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়ার পর বর্তমানে স্থানীয় পুলিশ ভবনটি লকডাউন করে দিয়েছে।

এই খবরে বর্তমানে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা আতংকে রয়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব ও চার্জ দ্যা এফেয়ার্স আবদুল্লাহ আল মামুন আকাশযাত্রাকে বলেন, কোম্পানির মালিক বিষয়টি আমাদেরকে জানিয়েছে এবং আমরা এদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষনিক যোগায়োগ রাখছি।

প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দিয়েছেন শ্রম সচিব।

এর আগে আক্রান্ত তিন বাংলাদেশি সুস্থ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আগের খবর:
লেবাননে সোমবার থেকে লকডাউন শিথিল, খুলছে অনেককিছুই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!