যুক্তরাষ্ট্রে সড়কে দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের ফ্লোরেন্স টাউনশিপে সড়কে দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের আরও দুইজন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। এই ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় একই পরিবারের দুই প্রবাসী বাংলাদেশি শরফুদ্দিন (৩৬) এবং তার ৮ বছর বয়সী শিশুকন্যা রামিছা—ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর গাড়িচালক ২৯ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি নারীও মারা যান।
পুলিশ সূত্র জানায়, ৬ এপ্রিল রোববার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, রাতে আই-২৯৫ মহাসড়কের উত্তর দিকে যাত্রারত হুন্ডাই সান্তা ফে ও হুন্ডাই টুসকন নামের দুইটি গাড়ি মাইলপোস্ট ৫০.৬’-এর কাছে ছিল। হঠাৎ সান্তা ফে গাড়িটি ডান দিকের গার্ডরেলে ধাক্কা খায়। এরপর গাড়িটি রাস্তায় ফিরে এসে টুসকন গাড়িটিকে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় দুইটি গাড়িই রাস্তা থেকে ছিটকে গিয়ে বেশ কয়েকটি গাছের সাথে সংঘর্ষ হয়।
টুসকন গাড়ির চালক শরফুদ্দিন (৩৬) এবং ওই গাড়ির আরোহী শিশু রামিছা (৮) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া টুসকনে থাকা ২৬ বছর বয়সী এক নারীসহ গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া তিনজনের মধ্যে দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। রোববার রাতে বাংলাদেশি প্রবাসী এ পরিবারটি পাশের ডেলোয়ারা রাজ্য থেকে নিউজার্সির এলিজাবেথ শহরে ফরছিলেন। তাদের দেশের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষে জড়িয়ে পড়া সান্তা ফে গাড়ির চালক ফ্লোরিডার মিয়ামির ২৯ বছর বয়সী এক নারীও গুরুত অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান বলে জানা গেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
নিউজার্সি রাজ্যের পরিবহন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, সাম্প্রতিক এক বছরে এখানে ২ লাখ ৭৬ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে প্রায় ৬০ হাজার মানুষ আহত হয়েছেন।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ