যুক্তরাষ্ট্রের মিশিগানে সংঘর্ষে বাংলাদেশি যুবক নিহত, আহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবদুল আহাদ (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

রবিবার সন্ধ্যায় ডেট্রয়েট শহরের বাংলাটাউন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে অভিযান চালাচ্ছে।

Travelion – Mobile

নিহত আহাদ ডেট্রয়েটের ম্যাগডুগাল স্ট্রিটের বাসিন্দা শফিক আলীর ছেলে। তার দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বনাথ উপজেলার দোহাল পীরেরবাড়ি গ্রামে।

Diamond-Cement-mobile

আহতদের মধ্যে রয়েছেন হ্যামট্রামিক শহরের এনাম উদ্দিন দৌলার ছেলে মাসুম আহমেদ ও আব্বাস উদ্দিনের ছেলে রুমন আহমেদ। তারা গাড়ি চাপা ও ছুরিকাঘাতে আহত হয়ে হেনরিফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার বাদ মাগরিব ডেট্রয়েটের মসজিদ নূরে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

কমিউনিটি নেতারা বলেন, সড়ক দুর্ঘটনার মতো ঘটনায় আইন নিজের হাতে না তুলে দিয়ে পুলিশের সহায়তা নেওয়াই উচিত।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!