যুক্তরাষ্ট্রপ্রবাসীদের জন্য ‘সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ’ চালু
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের বিনা খরচে তাৎক্ষণিক ও নিরাপদে রেমিট্যান্স পাঠাতে ‘সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ’ চালু করেছে সোনালী ব্যাংক পিএলসি।
গত মঙ্গলবার রাজধানীর ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে এই অ্যাপের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
সোনালী ব্যাংক পিএলসির সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার ও ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, মেরিল্যান্ড, জর্জিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রবাসীরা সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ ব্যবহার করে ২৪ ঘন্টা বিনা খরচে দ্রুততম সময়ে নিরাপদভাবে দেশে টাকা পাঠাতে পারবেন। ব্যাংক একাউন্ট এবং ক্যাশ পিকআপ ছাড়াও বিকাশ, নগদেও তাৎক্ষণিক টাকা পাঠানো যাবে। অ্যাপ ব্যবহার করে রেমিট্যান্স পাঠালে সরকার ঘোষিত ২ দশমিক ৫ পারসেন্ট প্রণোদনা ছাড়াও সোনালী ব্যাংক থেকে অতিরিক্ত ২ দশমিক ৫ পারসেন্ট আর্থিক প্রণোদনা দেওয়া হবে।
নতুন এই অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ অন্য নির্বাহীরা উপস্থিত ছিলেন। একই সময়ে নিউইয়র্ক সিটির জ্যামাইকার খলিল বিরিয়ানি হাউজের হলরুমে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, গ্রাহক, সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আব্দুর রউফ তালুকদার অ্যাপের সুফল বর্ণনা করতে গিয়ে বলেন, পার্শ্ববর্তী দেশেও হুন্ডি চক্র চালু ছিলো। কিন্তু তাঁরা যখন অ্যাপ চালু করলো তখন তাঁদের রেমিটেন্স বেড়ে যায়। আজকে আমরা শুরু করেছি আমাদেরকে যেতে হবে বহুদূর। অ্যাপ চালু হওয়ায় এখন ব্যায় হ্রাস পাবে। এছাড়া এজেন্টদের মাধ্যমেও টাকা পাঠানো যাবে।
প্রবাসীদের সহায়তা কামনা করে গভর্ণর বলেন, আপনি কষ্ট করে টাকা উপার্জন করেন। সেই টাকা যদি বৈধ পথে না পাঠান, তাহলে আপনার টাকাতো দেশে আসলো না। যারা অবৈধ উপার্জন করে তারা হয়তো দেশে দিয়ে দিবে, কিন্তু আপনার টাকা তো বিদেশে থেকে গেলো। পাশাপাশি আপনিও একটি অবৈধ কাজকে সহায়তা করলেন। এক্ষেত্রে হয়তো রেটের হেরফের হতে পারে, কিন্তু বৈধ পথে টাকা পাঠানো হলো না।
নিউইয়র্কের উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী দেবশ্রী মিত্র অ্যাপের মাধ্যমে রেমিটেন্স প্রেরণের আহবান জানিয়ে বলেন- বিনা খরচে, দ্রুত সময়ে এবং নিরাপদে এই অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠানো যাবে। রেজিষ্ট্রেশনের সময় দেয়া ব্যক্তিগত তথ্য ঝুঁকিমুক্ত থাকবে। এজন্য নিরাপত্তা সিস্টেমস্ সুদৃঢ় করা হয়েছে।
“এক্ষেত্রে সরকার ঘোষিত ২.৫% প্রণোদনার সাথে সোনালী ব্যাংক অতিরিক্ত ২.৫% প্রণোদনা প্রদান করবে। সবমিলিয়ে ৫% বোনাস পাবে গ্রাহক”, তিনি যোগ করেন।
গ্রাহক খলিল বিরিয়ানি হাউজের কর্ণধার খলিলুর রহমান বলেন, টাকা পাঠানোর সব অফিস যখন বন্ধ থাকবে তখনও কিন্তু এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো যাবে, সময় সাশ্রয় হবে। এ ধরণের উদ্যোগে আমরা খুশি।
উদ্বোধনী অনুষ্ঠানেই অ্যাপের মাধ্যমে প্রথম দেশে টাকা পাঠান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত রেজওয়ানা এলভিস। মাত্র ১ মিনিটেই তিনি তাঁর মামার কাছে টাকা পাঠাতে পেরে নিজের অভিব্যাক্তি তুলে ধরে বলেন, কোন ফি ছাড়াই ২৪ ঘন্টায় নিজেই দেশে টাকা পাঠাতে পারবো। এটি অনেক বড় পাওয়া। তাছাড়া সরকার এবং সোনালী ব্যাংক মিলিয়ে ৫ শতাংশ বোনাস পাওয়া যাবে।
এই অ্যাপ চালুর মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সেবায় আরও একধাপ এগিয়ে গেল দেশের বৃহত্তম রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকটি। যা ক্যাশবিহীন ও ঝুঁকিহীন রেমিট্যান্স পাঠাতে বিশেষ ভূমিকা রাখবে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ