‘এশিয়ান কারি অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি শাখাওয়াত হোসেন
বাংলাদেশের হোটেল এবং পর্যটন শিল্পের খ্যাতনামা ব্যক্তিত্ব শাখাওয়াত হোসেন ‘যুক্তরাজ্য এশিয়ান কারি অ্যাওয়ার্ড ২০২১’-এ ভূসিত হয়েছেন।
হসপিটালিটি শিল্পে অসামান্য অবদান এবং নেতৃত্বের জন্য শাখাওয়াত হোসেনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এটি জাতীয় এবং বিশ্বব্যাপী হসপিটালিটি শিল্পে অসামান্য অবদানের জন্য এশিয়ান ক্যাটারিং ফেডারেশন, যুক্তরাজ্য কর্তৃক প্রদত্ত একটি পুরস্কার।
২০ বছরেরও বেশি সময় ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে তিনি হসপিটালিটি সেক্টরে কাজ করে যাচ্ছেন।
হোটেল ও পর্যটন শিল্পে শাখাওয়াত হোসেনের রয়েছে মেরিয়ট ইন্টারন্যাশনাল এবং স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টসের অতুলনীয় সাফল্য ও ব্যক্তিগত অর্জন।
শাখাওয়াত হোসেন বেসরকারি প্রতিষ্ঠান স্টার্কট্রি গ্রুপের সিইও। বর্তমানে গ্রুপটি একটি আন্তর্জাতিক পাঁচ তারকা রিসোর্টসহ তেরোটি ব্যবসায়িক ইউনিটের মালিক। শাখাওয়াত হোসেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড (UHRL) এর সিইও হিসাবে কাজ করেছেন। UHRL দি ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হান্সা রেসিডেন্স এর মালিকানাধীন কোম্পানি।
শাখাওয়াত প্রথম বাংলাদেশী নাগরিক যিনি একজন ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে দি ওয়েস্টিন ঢাকা হোটেলে তিন বছর কাজ করেছেন। এছাড়াও তিনি দি ওয়েস্টিন ঢাকা হোটেলের গুরুত্বপূর্ণ শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন, যার মধ্যে রেসিডেন্ট ম্যানেজার, ডিরেক্টর অব অপারেশন, ডিরেক্টর অব রুম, ডিরেক্টর অব অপারেশনাল এক্সিলেন্স উল্লেখযোগ্য।
শাখাওয়াত তার কর্মজীবনে অনেক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছেন এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগে এমবিএ ডিগ্রি লাভ করেন।