মেরিল্যান্ডে বাংলাদেশি অনুজীববিজ্ঞানীদের মিলনমেলা
‘মাইক্রোবায়োলজি কনভেনশন-২০২৩’
উত্তর আমেরিকার ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুমা’-এর উদ্যোগে ৩ দিনব্যাপী ‘মাইক্রোবায়োলজি কনভেনশন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
১০ থেকে ১২ নভেম্বর মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর সিটির হ্যানোভারে ‘হিলটন গার্ডেন ইন’ হোটেলের বলরুমে আয়োজিত সম্মেলনটি সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয়।
‘কোষ থেকে সারা শরীর:মাইক্রোবায়োলজির সরব উপস্থিতি’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত সাবেক শিক্ষার্থী এতে অংশ নেন। স্নাতকোত্তর ১ম ব্যাচ (১৯৭৯) থেকে শুরু করে স্নাতক ২৭তম ব্যাচ (২০১৮) এর সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ডুমা উত্তর আমেরিকার প্রেসিডেন্ট ড. মুহাম্মদ গোলাম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মোহসিন পাটওয়ারী, অধ্যাপক ড. আনোয়ার হক এবং ড. সৈয়দ আশরাফুদ্দিন আহমেদের ন্যায় প্রথিতযশা ব্যক্তিবর্গের উপস্থিতি, সাবলীল স্মৃতিচারণ এবং তরুণদের প্রতি মহার্ঘ্য পথনির্দেশ অনুষ্ঠানে এক অনন্য মাত্রা সংযোজন করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পেছনে এই ধরণের পুনর্মিলন অনুষ্ঠানের ভূমিকার উপর আলোকপাত করেন।
তিনি তাঁর সাফল্যময় শিক্ষাজীবন ও বর্ণাঢ্য কর্মজীবনের নানাবিধ অভিজ্ঞতা গল্পের মাধ্যমে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন। তিনি বাংলাদেশের জনস্বাস্থ্য বিষয়ক তাঁর দীর্ঘদিনের গবেষণা উপস্থাপন করেন, যা নতুন প্রজন্মের গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানটির “তিন মিনিট থিসিস” পর্বে পিএইচডি শিক্ষার্থী ও পোস্ট ডক্টরাল গবেষকরা তাদের গবেষণার বিষয়বস্তু উপস্থাপন করেন। এতে প্যানেলিস্ট ছিলেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিনা পারভীন, টেক্সাস বায়োমেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ সায়েন্টিস্ট ড. আবুল কালাম আজাদ, এবং ইমিউনিটি, ইনফ্লেমেশন এন্ড ডিজিস ল্যাব, এনআইএইচ’র ড. মোহাম্মদ নিজাম উদ্দীন।
পিএইচডি শিক্ষার্থী ও সদ্য সাবেক গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় আয়োজন ছিল ‘ক্যারিয়ার সেশন’। অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে এনআইএইচ, ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি কোম্পানীর গবেষক এবং উদ্যোক্তাগণ ফলপ্রসূ আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে নানামুখী ক্যারিয়ারের সুযোগ-সুবিধা এবং চাকরির বাজারে নিজেকে আরও প্রতিযোগিতামূলক ও দক্ষ করতে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন।
শেষ দিন ডুমার বার্ষিক সাধারণ সভায় সংগঠনটির অর্জন এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এইদিন সংগঠনের ভবিষ্যত কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় । নবনির্বাচিত কার্যনিবাহী কমিটি ।
বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যায় অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীগণ তাদের নাচ ও গানের প্রতিভা প্রদর্শন করেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে “তিন মিনিট থিসিস” পর্বে অংশগ্রহণকারীদের পুরষ্কার প্রদান করা হয়।
এছাড়াও কোভিড১৯ মহামারী, সায়েন্টিফিক কমিউনিকেশন, শিল্প-উদ্যোগ এবং মেন্টরশিপ ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখা অ্যালামনাইদের সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ