মেক্সিকোয় মেয়রসহ ১৮ জনকে গুলি করে হত্যা
বিশ্ব
মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাসহ অন্তত ১৮ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।
গতকাল বুধবার মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমে ছোট শহরটির সিটি হলে এলোপাতাড়ি গুলিতে মেয়রসহ কয়েকজনের মৃত্যু হয়।
এদিকে সিটি হলে হামলার আগে মেয়রের বাবাকেও তাঁর বাড়িতে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।
এএফপি ও বিবিসির খবরে বলা হয়েছে, সান মিগুয়েল টোটোলাপান শহরটি গুয়েরেরো প্রদেশে অবস্থিত। বন্দুকধারীরা গতকাল বেলা দুইটার দিকে সান মিগুয়েল টোটোলাপান শহরের সিটি হলে হামলা চালায়। এরপরই সেখানে ওই মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাসহ ১০ জনকে গুলি করে হত্যা করে তারা।
আকাশযাত্রার ফেসবুক পেইজে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ
এ ঘটনার পর মেয়রের রাজনৈতিক দল পিআরডি ‘কাপুরুষোচিত’ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। এ ছাড়া হামলার জন্য দায়ী করা হয়েছে লস টেকুইলেরোস নামের একটি অপরাধী চক্রকে।
বিবিসি বলছে, বন্দুকধারীদের হাতে নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশের কর্মকর্তা ও কাউন্সিলের কর্মীরাও রয়েছেন। হত্যাকাণ্ডের পর মাটিতে পড়ে থাকা রক্তাক্ত লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিহত মেয়র মেন্ডোজা আলমেদার বাবা হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাও ছিলেন সাবেক মেয়র। সিটি হলে হামলার আগে তাঁকেও তাঁর বাড়িতে হত্যা করে বন্দুকধারীরা।
হামলার পর বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে।