মিশরে বাংলাদেশি হাফেজ জাকারিয়ার দুই রেওয়াতে ইজাজাহ অর্জন
মিশরের কায়রোতে বাংলাদেশি কুরআনিক শিক্ষা প্রতিষ্ঠান শায়খ শোয়াইব আল-আজহারী ফাউন্ডেশন ও ইনস্টিটিউট-এর উদ্যোগে আয়োজিত হলো কুরআনিক ইজাজাহ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান।
গিজার ইন্দু-বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে আন্তর্জাতিক হাফেজদের কুরআন ও তাজউইদের শুদ্ধ উচ্চারণে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও ইজাজাহ প্রদান করা হয়।
অনুষ্ঠানে লন্ডনপ্রবাসী আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমদ হাসান-এর পুত্র, আন্তর্জাতিক হাফেজ জাকারিয়া হাসান-কে পবিত্র কুরআনের দুটি রেওয়াতে—ইমাম হাফস (রহ.) ও ইমাম শু‘বা (রহ.)—ইজাজাহ (সনদ) প্রদান করা হয়।
এছাড়াও, ২০২৫ সালের মিশরের শ্রেষ্ঠ হিফজ মোয়াল্লিম, আল-আজহার ইনস্টিটিউটের বিশিষ্ট কুরআনিক শিক্ষক শায়খ মো. আব্দুল মাওলা-কে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:ফাউন্ডেশন ও ইনস্টিটিউটের স্বত্বাধিকারী এবং আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার একমাত্র বাংলাদেশি বিচারক শায়খ শোয়াইব আল-আজহারী, মিশরের বিখ্যাত কারী শায়খ আব্দুল লতিফ ওহদান, ড. ফউকি জাওয়াদা, আন্তর্জাতিক কারী শায়খ আহমাদ হাসান, ড. শায়খ আব্দুল কাইয়ুম আল-আযহারী, শায়খ কারী বেলাল বিন আশরাফ আল-আযহারী, ড. ইয়াসির আল-কুরাশি, ড. আহমাদ সালাহ, দারুল আজহারের পরিচালক শায়খ হাবিবুল বাশার আল-আযহারী, উদীয়মান আন্তর্জাতিক ক্বারী ইসলাম আদিল।
এছাড়াও উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক ও মিশরে অধ্যয়নরত অনেক বাংলাদেশি শিক্ষার্থী।
উল্লেখ্য শায়খ শোয়াইব আল আজহারী ফাউন্ডেশন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ও কোরআনিক কার্যকলাপ পরিচালনা করে থাকেন