মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলন ও নবীনবরণ

আযহার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজন

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের বৃহত্তর সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ঈদ পুনর্মিলন ও নবীনবরণ অনুষ্ঠান।

গত শনিবার (৭ জুন) সন্ধ্যায় কায়রোর আল-সাফা মিলনায়তনে নবাগত শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

সংগঠনের সভাপতি মো. শিহাব উদ্দিন অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজনের সূচনা করেন।

Travelion – Mobile

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিক্ষাবিদ মুহিব্বুর রহমান মাসুম।

পিএইচডি গবেষক আবু আদনান মুহিব্বুর রহমান “ইসলামে ঐক্যের গুরুত্ব” শীর্ষক আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইসলামী ভ্রাতৃত্ব ও সংহতির বিষয়ে অনুপ্রেরণামূলক বার্তা দেন।

নতুন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় মূল্যবান বই
নতুন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় মূল্যবান বই

সমাপনী বক্তব্যে আল-আযহারের প্রাক্তন শিক্ষার্থী ও ব্যবসায়ী মাওলানা আখতার হোসেন ভ্রাতৃত্ব, ত্যাগ ও তাকওয়ার শিক্ষা তুলে ধরেন।

নতুন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় মূল্যবান বই। নবীনদের আত্মবিশ্বাস ও সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Diamond-Cement-mobile

শিশুদের জন্য ছিল খেলনা, চকলেট ও ছোট উপহার—তাদের হাসিমুখে উজ্জ্বল হয়ে ওঠে পুরো মিলনমেলা।

অনুষ্ঠানের শেষভাগে ছিল জ্ঞানভিত্তিক কুইজ ও পুরস্কার বিতরণ। নবীন-প্রবীণ সবাই এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাওহিদুল ইসলাম, সফিউল্লাহ ও আবরার ফাহিম।

সবশেষে পরিবেশিত হয় বাঙালি স্বাদের ঐতিহ্যবাহী খাবার, বিশেষ করে কোরবানির গরুর মাংস দিয়ে তৈরি বিশেষ আয়োজন।

কায়রো ও আশপাশ থেকে আগত প্রায় ৫০০ জন প্রবাসী ও শিক্ষার্থী উৎসবমুখর, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষামূলক আয়োজনে অংশ নেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!