মিশরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
দীর্ঘ প্রতীক্ষার পরমিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে।
শনিবার (৫) এপ্রিল দুপুরে রাজধানী কায়রোতে বাংলাদেশ দূতাবাস ভবনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
রাষ্ট্রদূত সামিনা নাজের সভাপতিত্বে ও ২য় সচিব শিশির কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুস সালাম পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, ই-পাসপোর্টের র মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে।
তিনি একটি তথ্যচিত্রের মাধ্যমে সরকারী যাবতীয় সেবা সহজীকরনের নিমিত্তে সরকারী কর্মচারীদের সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।
সচিব নাসিমুল গনি বর্তমান সরকারের নেতৃত্বে আমাদের চলমান অগ্রযাত্রায় সকলকে স্বীয় অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
রাষ্ট্রদূত সামিনা নাজ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের এবং অসংখ্য আহতদের স্মরণ করেন। এসময় রাষ্ট্রদূত মিশরে ই-পাসপোর্ট সেবা চালুকরনের সাথে জড়িত সকলকে বিশেষ ভাবে স্বরাষ্ট্রসচিবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত সামিনা নাজ বাংলাদেশ-মিশর দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার মিশর সফর এবং পরবর্তীতে পররাষ্ট্র সচিব নেতৃত্বে বাংলাদেশ-মিশর ২য় ফরেন অফিস কনসালটেশন এর মাধ্যমে সম্পর্ক জোরদার করন এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।
ই-পাসপোর্ট সেবা চালুকরণের অংশ হিসেবে মিশরে আকাশ যাত্রা’র প্রতিনিধি আফছার হোসাইনসহ তিন মিশর প্রবাসীর হাতে ই-পাসপোর্টৈর ডেলিভারি স্লিপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে, জুলাইয়ের ছাত্র–জনতার গনঅভ্যুত্থানের উপর একটি তথ্যচিত্রও দেখানো হয়।
ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি শিক্ষক ও কর্মকর্তা, বাংলাদেশী ব্যবসায়ি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবীসহ প্রবাসী বাংলাদেশিরা ।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ