মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
তার নাম আজিজুর রহমান মোল্লা (২৬)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে মো. কালাম মোল্লার ছেলে।
মালয়েশিয়ার সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ
শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিহত হন আজিজুর।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজিজুর রহমান চার ভাইয়ের মধ্যে সবার ছোট। তিনি গত প্রায় এক বছর আগে মালয়েশিয়ায় যান। বিদেশ থেকে পাঠানো অর্থেই চলতো তার বাবা-মায়ের সংসার।
আরও পড়তে পারেন : দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
শনিবার তার পরিবারে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর আসে।
তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। মালশিয়ায় সালথা এলাকার প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলে দেশে লাশ পাঠানোর বিষয়ে চেষ্টা চলছে বলে জানানো হয়।