মালয়েশিয়ায় প্রথম ওমিক্রন শনাক্ত

এবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় সাউথ আফ্রিকা থেকে আগত এক শিক্ষার্থীর শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রী শুক্রবার এ বিষয়ে নিশ্চিত করেছে।

সাউথ আফ্রিকা থেকে আসা ওই শিক্ষার্থী মালয়েশিয়া আসার পথে তার শরীরে করোনার উপস্থিতি মেলে। এরপর তিনি ১০ দিন কোয়ারেন্টিনে ছিলেন। এরপর তার শরীরে নতুন ধরণ ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে।

Diamond-Cement-mobile

১৯ বছর বয়সী ওই শিক্ষার্থী যিনি ওমক্রিনে আক্রান্ত হয়েছেন এরইমধ্যে তিনি করোনার ভ্যাকসিনের দুইটি ডোজ নিয়েছেন। ওই শিক্ষার্থী সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া প্রবেশ করেন। তার সংস্পর্শে যারা ছিলো তাদের সবাইকে প্রথমে কোয়ারেন্টিনে রাখা হয় পরে তাদের প্রত্যেকের করোনা টেস্ট নেগেটিভ আসে।

Travelion – Mobile

এদিকে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে বর্ণনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিইএইচও। এরইমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের এমন কিছু মিউটেশন রয়েছে যার বিরুদ্ধে টিকা কার্যকর নাও হতে পারে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!