মালিকের অনুমতি ছাড়া কুয়েতের বাইরে যেতে পারবে না প্রবাসীরা

নতুন নিয়ম কার্যকর

কুয়েতে অবস্থানরত বেসরকারি খাতের প্রবাসী কর্মীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে। কুয়েতে বাইরে যাওয়া বা বিদেশ ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তাদের কাছ থেকে অনুমতি (এক্সিট পারমিট) নিতে হবে —অন্যথায় কুয়েতের বাইরে যেতে পারবে না প্রবাসীরা।

আগামী ১ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

আরব টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিক ও নিয়োগকর্তা—উভয়ের অধিকার সুরক্ষা এবং অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই নতুন বিধান চালু করা হচ্ছে।

Travelion – Mobile

এই সিদ্ধান্তটি কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ স্বাক্ষরিত মন্ত্রী পর্যায়ের নির্দেশনার মাধ্যমে অনুমোদিত হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশ ত্যাগের আগে প্রতিটি প্রবাসী কর্মীর এক্সিট পারমিট নেওয়া বাধ্যতামূলক।

Diamond-Cement-mobile

জনশক্তি বিষয়ক পাবলিক অথরিটি জানিয়েছে, পারমিটে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং ব্যবহৃত পরিবহনের ধরন উল্লেখ করতে হবে। পুরো প্রক্রিয়াটি নির্ধারিত একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিকভাবে সম্পন্ন করতে হবে, যাতে প্রশাসনিক সহজতা ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা যায়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো— প্রবাসীদের যথাযথ প্রক্রিয়ায় দেশত্যাগ নিশ্চিত করা, নিয়োগকর্তার পূর্বানুমতি ছাড়া শ্রমিক পালিয়ে যাওয়ার প্রবণতা কমানো এবং উভয় পক্ষের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা।

প্রবাসী কর্মী ও নিয়োগকর্তা উভয়কে এই নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে, কারণ এটি ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে।

YouTube video

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!