মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার গোলাম সরওয়ার

ওমানে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সরওয়ারকে মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিসিএস ১০ম ব্যাচের (পররাষ্ট্র বিষয়ক) কর্মকর্তা পেশাদার কূটনীতিক গোলাম সরওয়ার ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ওমানের আগে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

Travelion – Mobile

সমৃদ্ধ পেশাদার কূটনীতিক হিসেবে তিনি জেদ্দায় কনস্যুল জেনারেল এবং ওয়াশিংটন ডিসিতে মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কাঠমান্ডু, কুয়ালালামপুর এবং ইয়াংগুনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং পররাষ্ট্র সদর দপ্তরে মহাপরিচালক (দক্ষিণ পূর্ব এশিয়া)সহ বিভিন্ন বিভিন্ন পদেসক্ষমতা নিয়ে কাজ করেন।

গোলাম সরওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জার্মানীতে তিনি কূটনীতি বিষয়ে এডভান্স কোর্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (এনইএসএ) থেকে ওভারসিজ এক্সিকিউটিভ কোর্স সম্পন্ন করেন।

তিনি বিবাহিত এবং দুই পুত্রের সন্তান জনক।

এর আগে গত ২ সেপ্টেম্বর সরকার কানাডায় নিযুক্ত মিজানুর রহমানকে ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়।

আগের খবর :
ওমানে নতুন রাষ্ট্রদূত মিজানুর রহমান
ওমানে ১ অক্টোবর খুলছে বিমানবন্দর, শুরু হবে নিয়মিত ফ্লাইট
ওমানে হাজি রহমানের মেজবানের মনকাড়া গল্প

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!