মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যান্ড ইফতার
বিএসইউএম'র আয়োজন
মালয়েশিয়ায় বাংলাদেশি ছাত্র সংগঠন বিএসইউএম-এর গ্র্যান্ড ইফতার ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ই এপ্রিল) সন্ধ্যায় রাজধানী কুয়ালামাপুরের হোটেল জি টাওয়ারে অনুষ্ঠিত গ্র্যান্ড ইফতারে গেস্ট অফ অনার ছিলেন আন্তজার্তিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার এর আহাস আই আর কে এইচ এস এর ডিন প্রফেসর ড. শুকরান আব্দুর রহমান এবং ওয়াতান জুরুস্প্রুডেন্স প্রফেসর দাতু ওয়ান আহমেদ ফাওজি।
সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আলমগীর চৌধুরী আকাশ। অনুষ্ঠান পরিচালনা করেন এক্সিকিউটিভ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম আরাফাত।
প্রধান বক্তা ছিলেন বিএসইউ এমের প্রধান উপদেষ্টা এবং আই আই ইউ এমের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মুহিউদ্দীন মাহি।
বিশেষ অতিথি ছিলেন মাহ্শা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. আবুল বাশার, সুরাইয়া নাহার, আই আই এম সিপি এসের অফিসার মোহাম্মদ আমির, বিএসইউএমের সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা, আইআইইউএম পোস্ট ডক্টোরাল ফেলো ড. ফয়জুল হক, সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন সহ কমিউনিটি নেতৃবৃন্দ।
পবিত্র কুরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বিএসইউএমের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এর সাথে জড়িত সকল এক্সিকিউটিভ কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশিদের একই ছাতার নিচে এনে মালয়েশিয়ায় দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য বিএসইউএমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়ন করে দেশের উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার পক্ষ থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং স্পন্সরদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
এছাড়া অনুষ্ঠানে আন্তজার্তিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস সোসাইটি (পি জি এস এস) এর ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং ট্রেজারার হিসেবে নির্বাচিত হওয়ায় আলমগীর চৌধুরী আকাশ, মোহাম্মদ আরিজ মিথুন এবং মোহাম্মদ ছফি উল্লাহ কে বি এস ইউ এমের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মালয়েশিয়া প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ