মালয়েশিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার একটি কারখানায় দুর্ঘটনায় পড়ে সুরুজ আলী (২১) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে শাহ আলম এলাকার কেমুনিং রোডের কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামাসহ দেশটির কয়েকটি সংবাদমাধ্যমে দুর্ঘটনার খবর প্রকাশ করা হয়। তবে বাংলাদেশে সুরুজ আলীর পরিবারের ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়ে সেলাঙ্গর ফায়ার অপারেশনস সেন্টারের প্রধান জুলফিকার জাফর জানান, শনিবার সকাল ৭টার দিকে তাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান শাহ আলম ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের ১০ কর্মকর্তা।

তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ওই বাংলাদেশি কাজ করার সময় একটি ফাইবার টোয়িং মেশিনে আটকা পড়েন।

সেখান থেকে উদ্ধারের পর একটি মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুরুজ আলী ওই মেশিনে কাজ করা অবস্থায় হঠাৎ চিৎকার দেন। শুনতে পেয়ে উদ্ধার করার আগেই তার শরীরের অর্ধেক অংশ মেশিনের ভেতরে চলে যায়। মেশিনটি দ্রুত বন্ধ করে সুরুজ আলীকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি।

সেলাঙ্গর ফায়ার অপারেশনস কর্মকর্তা জুলফিকার জাফর জানান, পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সুরুজ আলীর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!