মালদ্বীপে বিমান পরিষেবায় ‘সেরা’ হলেন ইউএস-বাংলার জাহিদ

আন্তর্জাতিক রুটে পরিচালিত হওয়া বিমান পরিষেবার মধ্যে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের মালদ্বীপ এয়ারপোর্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম।

রোববার মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি বিশেষ আয়োজনে মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ডোনার হাত থেকে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারটি গ্রহণ করেন জাহিদুল ইসলাম।

এতে অংশগ্রহণে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ৩৪টিরও বেশি এয়ারলাইন্স কোম্পানি।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

সদা হাস্যমুখ, গতিশীল, ভালো আচরণ ও যাত্রীবান্ধব ম্যানেজার হিসেবে সুপরিচিত জাহিদুল ইসলাম এ পুরস্কার জেতায় প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত। এতে করে দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে।

জাহিদুল ইসলাম বাংলাদেশের যশোরের শার্শা উপজেলার সন্তান।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!