মালদ্বীপপ্রবাসী সিআইপির উপহারে বদলে গেছে অসহায়দের জীবনযাত্রা

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পিয়ালিমারি গ্রামের বানু বেগম, পোড়াডিহি গ্রামের খাইরুল ইসলাম ও আলতয়ারা বেগম এবং মনাকষা গ্রামের মিজান উদ্দিন পরিবারের আজ আনন্দের শেষ নেই।

কারণ লাঘব হয়েছে তাদের দীর্ঘদিনের কষ্ঠ, পূরণ হয়েছে স্বপ্ন। তাদের বাড়ির আঙ্গিনায় বসেছে টিউবওয়েল। সামর্থ্য না থাকায় এতদিন যা ছিল অধরা, পানির কষ্টে কাটে জীবনযাত্রা।

গ্রামীণ জনপদের অসহায় মানুষদের জীবনটযাত্রার চিত্রটা বদল গেছে মালদ্বীপপ্রবাসী বাংলাদেশি ব্যাবসায়ী সোহেল রানা সিআইপির উদ্যোগ আর উপহারের কল্যাণে। নিজ খরচে তিনি সবার বাড়িতে বসিয়ে দিয়েছেন টিউবওয়েল।

Travelion – Mobile

টিউবওয়েল না থাকায় বহুদিন ধরে অসহায় মানুষগুলো খাবার পানির কষ্টে ছিল। অন্যের বাড়ি থেকে প্রতিদিন খাবার পানি আনতে হতো তাদেরকে। বিষয়টি নজরে এলে এগিয়ে আসেন সোহেল রানা সিআইপি।

টিউবওয়েল উপহার পাওয়া খাইরুল ইসলাম ও আলতয়ারা বেগম।
টিউবওয়েল উপহার পাওয়া খাইরুল ইসলাম ও আলতয়ারা বেগম।

অনুভূতি জানাতে গিয়ে আনন্দে আত্মহারা বানু  বেগম বলেন, অন্যের বাড়ি থেকে পানি নিয়ে আসতে খুব কষ্ট হতো। এখন সহজেই পানি খেতে পারছি, নামাজের অজু করতে পারছি, রান্নাসহ নানা কাজে হাতে কাছেই পানি পাচ্ছি।

খাইরুল ইসলাম বলেন, নিজের বাড়িতে নিজের টিউবওয়েল, এরচেয়ে বড় আনন্দের কি হতে পারে। আমরা অনেক খুশি। 

মিজান উদ্দিন ও আলতয়ারাসহ পরিবারগুলোর আনন্দের অনুভূতিটা একইরকম। সকলেই কৃতজ্ঞতা জানান, উপহারদাতা প্রবাসী সোহেল রানার প্রতি।

সমাজকে এগিয়ে নেওয়া, অসহায়দের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই পানির কষ্টে থাকা গ্রামের অসহায় মানুষগুলো জন্য টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করেছি।

তিনি জানান, গ্রামীণ অসহায় মানুষদের জন্য সহজ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করতে তার এ সামাজিক কর্মকাণ্ড দেশব্যাপী চলমান থাকবে ।

প্রসঙ্গত, মালদ্বীপের গ্লোবাল রিচ মালদ্বীপের চেয়ারম্যান সোহেল রানা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টানা চারবার বাংলাদেশ সরকারের এনআরবি সিআইপি(বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত হয়েছেন।

তিনি একজন কমিউনিটি ব্যক্তিত্ব হিসেবে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের প্রসার ও কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি দেশে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে ।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!