মাঝ আকাশে উড়ন্ত বিমানে নগ্ন হয়ে নাচলেন কেবিন ক্রু!
৩৭ হাজার ফুট উচ্চতায় মাঝ আকাশে উড়ন্ত বিমানে দায়িত্ব পালন না করে বাথরুমে নগ্ন হয়ে উদ্দাম নাচ– এমন বিস্ময়কর কাণ্ড ঘটিয়েছেন ব্রিটিশ এয়ারওয়েজের এক পুরুষ কেবিন ক্রু। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে যাত্রাকালে, গত ১ জুন রোববার, ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঘটে এই ঘটনা।
জানা গেছে, বিমানটি আকাশে ওঠার পরও ওই কর্মী ডিউটিতে হাজির হননি। খাবার ও পানীয় পরিবেশনের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় সহকর্মীরা তাকে খুঁজতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তাকে বিমানের বাথরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় উদ্ভ্রান্তভাবে নাচতে দেখা যায়।
এই ঘটনায় বিমানের এক সহকর্মী জানান, “আমার ধারণা, সে হয়তো কোনো ধরনের ট্যাবলেট সেবন করেছিল। ঘটনাটি ছিল সত্যিই অপ্রত্যাশিত। ৩৭ হাজার ফুট উচ্চতায় আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে চলা বিমানে এমন আচরণ খুবই ভয়াবহ এবং অস্বস্তিকর।”
নগ্ন অবস্থায় তাকে দেখে সহকর্মীরা দ্রুত প্রথম শ্রেণির একটি পায়জামা তার দিকে ছুড়ে দেন এবং পরে তাকে ওই শ্রেণির একটি আসনে বসিয়ে দেন। পুরো যাত্রাবাকি সময়— প্রায় সাড়ে দশ ঘণ্টা— সেখানেই তাকে রাখা হয়।
বিমান অবতরণের পর তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং হুইলচেয়ারে করে বিমান থেকে নামানো হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত ওই কর্মীকে কাজে বহাল রাখা হবে না।
উল্লেখ্য, সম্প্রতি ব্রিটিশ এয়ারওয়েজের আরেক কেবিন ক্রুকে ঘিরেও বিতর্ক দেখা দেয়। ২১ বছর বয়সী শার্লট মে লি নামের ওই তরুণীকে ১.২ মিলিয়ন পাউন্ড মূল্যের গাঁজা পাচারের অভিযোগে ১১ মে শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। তিনি ব্যাংকক থেকে শ্রীলঙ্কায় এসেছিলেন। পরে কলম্বোর এক আদালতে তাকে তোলা হয়।
কিছু দিন আগে ব্রিটিশ এয়ারওয়েজের এক তরুণী ক্রুকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। শ্রীলঙ্কায় ১.২ মিলিয়ন পাউন্ড মূল্যের গাঁজা পাচারের অভিযোগে শুক্রবার কলম্বোর একটি আদালতে পেশ করা হয়েছিল দক্ষিণ লণ্ডনের কুলসডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি-কে। ব্যাঙ্কক থেকে আসার পরে গত ১১ মে বন্দরনায়েকে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ