মাঝ আকাশে ইঞ্জিনে আগুন, উড়ে চলল উড়োজাহাজ, তার পর?

পাখির সঙ্গে ধাক্কা লাগতেই ইঞ্জিনে আগুন ধরে গেল। বিমান তখন মাঝ আকাশে। আগুনের হলকা বেরোচ্ছিল। সেই অবস্থাতেই বিমান উড়িয়ে নিয়ে চললেন পাইলট। শনিবার এমনই দৃশ্য ধরা পড়েছে আমেরিকায়।

জানা গিয়েছে, সেটি ফেডএক্স-এর একটি পণ্যবাহী বিমান ছিল। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ বোয়িং ৭৬৭-৩এস৩এফ বিমানটি নেওয়ার্ক থেকে ইন্ডিয়ানা পোলিসে যাচ্ছিল। ওড়ার ঠিক কয়েক মিনিটের মধ্যেই বিমানের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে পাখির। আর তার পরই বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। ইঞ্জিন কাজ করাও বন্ধ করে দেয়।

মাঝ আকাশে বিমানে আগুন ধরে যাওয়ায় বিপদ বুঝে নেওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

বিমানটিকে জরুরি অবতরণের জন্য অনুমতি চান। তার পর বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, বিমানটিতে পাইলট-সহ মোট তিন জন ছিলেন। কিন্তু সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিমান সংস্থাটির দাবি, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণেই আগুন ধরে গিয়েছে বিমানে।

তবে আসল কারণ কী তা তদন্ত করে দেখা হবে। তবে পাইলটের তৎপরতা এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের দ্রুত পদক্ষেপ করার ফলেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে বিমান সংস্থাটি জানিয়েছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!