যান্ত্রিক ত্রুটির কারণে মধ্য আকাশ ফিরে আসতে হয় সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইট। আটকা পড়ে চার শতাধিক যাত্রী ।
মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়ার পরই ঢাকার আকাশে এ ঘটনা ঘটে।
বুধবার রাতে আরেকটি উড়োজাহাজে যাত্রীদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
যাত্রীরা জানান, মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এক ঘণ্টা ৪০ মিনিট পর রাত পৌনে ২টার দিকে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে ফের ঢাকায় অবতরণ করে বিমানটি।
বুধবার ভোর ৪টায় উত্তরার বিভিন্ন আবাসিক হোটেলে তোলা হয় যাত্রীদের।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে সৌদি এয়ারলাইনসের বিমানটি উড্ডয়নের পর আবার অবতরণ করে।