ভুয়া পরিচয়ে ১৩ বছর, অবশেষে ধরা প্রবাসী বাংলাদেশি যুবক

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় দীর্ঘ ১৩ বছর নাগরিক সেজে বসবাসের অভিযোগে একপ্রবাসী বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বাংলাদেশি হাসান ইবনে আব্দুল্লাহ স্থানীয় নাগরিক ‘নুরুল আরফিন’ নাম ব্যবহার করে ভুয়া পরিচয়ে বসবাস করছিলেন।

বুধবার (২৯ অক্টোবর) পাংকালপিনাং ক্লাস ১ ইমিগ্রেশন বিভাগের প্রধান ক্রিজ প্রাতামা বিবৃতিতে এই আটকের খবর নিশ্চিত করেন।

Travelion – Mobile

বিবৃতিতে জানানো হয়, আব্দুল্লাহ যখন ইন্দোনেশিয়ান পাসপোর্টের জন্য আবেদন করেন তখনই কর্মকর্তাদের সন্দেহ হয় । তদন্তকারী দল বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত হয় যে, আবেদনকারী আসলে বাংলাদেশি নাগরিক হাসান ইবনে আব্দুল্লাহ, যিনি ‘নুরুল আরফিন’ নাম ধারণ করেছিলেন।

Diamond-Cement-mobile

জানা গেছে, অভিযুক্ত গত ১৩ বছর ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে বাংকা রিজেন্সিতে বসবাস করছিলেন। বাংকায় আসার আগে ২০০২ সাল থেকে তিনি লামপুংয়ে বসবাস করতেন এবং ধারণা করা হচ্ছে সেখানে তার পরিবারও ছিল।

এদিকে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাংলাদেশি স্বীকার করেছেন যে, তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এই পাসপোর্ট সংগ্রহ করতে চেয়েছিলেন।

বর্তমানে হাসান ইবনে আব্দুল্লাহ স্থানীয় তুয়া টুনু পাংকালপিনাং ক্লাস ১ জেলে আটক রয়েছেন এবং আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। অভিবাসন বিভাগ জানিয়েছে সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাকে ইন্দোনেশিয়া থেকে নির্বাসিত করা হবে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!