ভালুকের কারণে ফ্লাইট বাতিল!

রানওয়েতে ভালুক ঢুকে পড়ায় জাপানের একটি বিমানবন্দর বৃহস্পতিবার একাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এবং পুরো দিনের জন্য যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

এদিন সকালে কালো রঙের ভালুকটি উত্তরাঞ্চলীয় ইয়ামাগাতা বিমানবন্দরে দেখা যায়। তার পরই বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়েটি বন্ধ করে দেয়। এ সময় ভালুকটির জন্য চারটি ফ্লাইট প্রায় এক ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়ে।

এরপর দুপুরে ভালুকটিকে আবারও রানওয়েতে দেখা গেলে রানওয়ে ফের বন্ধ করা হয়। বিমানবন্দরের কর্মীরা গাড়িতে করে ভালুকটিকে তাড়ানোর চেষ্টা করেন।

Travelion – Mobile

ইয়ামাগাতা বিমানবন্দরের মুখপাত্র আকিরা নাগাই সন্ধ্যায় বলেন, এই ঘটনার পর বিমান অবতরণ বন্ধ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। দ্বিতীয় দফায় বিমানবন্দরটি বন্ধ হওয়ায় ১২টি ফ্লাইট বাতিল করতে হয়েছে বলেও জানান তিনি।

Diamond-Cement-mobile

নাগাই আরো বলেন, শিকারিরা ভালুকটিকে ধরতে ফাঁদ স্থাপন করেছেন এবং পুলিশ চার দিক থেকে বিমানবন্দর ঘিরে রেখেছে, যাতে ভালুকটি পালাতে না পারে।

জাপানে মানুষের সঙ্গে ভালুকের মুখোমুখি হওয়ার ঘটনা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত ১২ মাসে ২১৯ জন ভালুকের আক্রমণের শিকার হয়েছে, যার মধ্যে ছয়জন নিহত হয়েছে। গত মাসে জাপানের মধ্যাঞ্চলে একটি ভালুকের কারণে নিরাপত্তার অংশ হিসেবে অসময়েই একটি গলফ টুর্নামেন্ট বন্ধ করেছিল কর্তৃপক্ষ।

মূলত জলবায়ু পরিবর্তনের কারণে ভালুকের খাবার অভাব দেখা দিয়েছে, সেই সঙ্গে শীতনিদ্রাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাদের সংখ্যা কমে আসছে এবং ঘনঘন শহরে ঢুকে পরছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
সূত্র : এএফপি

YouTube video

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!