ভারতে বিমান দুর্ঘটনায় ‘একমাত্র জীবিত’ যাত্রী গ্রেফতার! ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

সম্প্রতি ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ (AI-171) বিমানের ভয়াবহ দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী বিশ্বাসকুমার রমেশকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর এক খবর।

ভিডিওতে দাবি করা হয় যে, মিথ্যা বলার অভিযোগে বিশ্বাসকুমার রমেশকে তাঁর বাড়ি গ্রেফতার করা হয়েছে। তিনি নাকি সেদিন ওই ফ্লাইটে চড়েননি।

সংবেদনশীল ভিডিওটি ইনস্টাগ্রামে ১৮ জুন পোস্ট হওয়ার পর দ্রুত ভাইরাল হয়, এবং ৩৮ হাজারের বেশি লাইক পায়।

Travelion – Mobile

তবে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (PTI) ফ্যাক্ট চেক ইউনিট।

গুজরাট পুলিশ, আহমেদাবাদ পুলিশ বা রাজ্যের ডিজিপির অফিস—কোনও পক্ষ থেকেই রমেশের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

Diamond-Cement-mobile

আহমেদাবাদ সিটি পুলিশ (সেক্টর-২)-এর অ্যাডিশনাল কমিশনার এক বিবৃতিতে জানিয়েছেন, “বিশ্বাসকুমার রমেশের বিরুদ্ধে কোনও মামলা নেই। তাঁকে গ্রেফতার করা হয়নি।”

পুলিশ ও এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ব্রিটিশ নাগরিক রমেশ সেদিনের ফ্লাইটে ছিলেন এবং ভাইয়ের সঙ্গে ভারত থেকে লন্ডন ফিরছিলেন। তাঁর বোর্ডিং পাস, সিট নম্বর (11A) এবং ফ্লাইট নম্বর (AI-171)–সবই সেই তথ্য প্রমাণ করে। দুর্ঘটনার পর তিনি গুরুতর আহত অবস্থায় আহমেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি হন এবং সেখান থেকে ছাড়া পেয়ে ১৮ জুন ভাইয়ের শেষকৃত্যে অংশ নেন।

এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎও করেন।

ফ্লাইট বোর্ডিংয়ের পর প্রকাশিত যাত্রী তালিকাতেও রমেশের নাম রয়েছে। অথচ ভাইরাল হওয়া ভিডিওটিতে যে দাবি করা হয়েছে, তার সঙ্গে কোনও সরকারি সূত্রের তথ্য মিলছে না।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!