ভারতে বিমান দুর্ঘটনায় নিহত ওমানপ্রবাসী নার্স

ভারতে এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানে প্রাণ হারিয়েছেন ওমানের দীর্ঘদিনের এক প্রবাসী নার্স। তিনি হলেন সালালাহর সুলতান কাবুস হাসপাতালের প্রাক্তন স্টাফ নার্স রঞ্জিতা গোপাকুমার নায়ার। দীর্ঘ ৯ বছর ওমানে কর্মরত থেকে সম্প্রতি যুক্তরাজ্যে পাড়ি জমানো এই নার্স ভারত যাচ্ছিলেন নার্সিং লাইসেন্স নবায়নের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে। কিন্তু ফেরা আর হলো না।

বৃহস্পতিবার দুপুরে গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই AI171 ফ্লাইটটি গুজরাতের মেঘানিনগর এলাকায় ভেঙে পড়ে। ভয়াবহ সেই দুর্ঘটনায় ২৪২ জন আরোহীর মধ্যে প্রায় সকলেই নিহত হয়েছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।

কেরালার তিরুভাল্লা জেলার পুল্লাদ এলাকার বাসিন্দা রঞ্জিতা জীবনের একটি বড় সময় কাটিয়েছেন মধ্যপ্রাচ্যে। তিনি সালালাহর সুলতান কাবুস হাসপাতালে স্টাফ নার্স হিসেবে ৯ বছর ধরে কাজ করেন। পরিবারের জন্য একটি ঘর নির্মাণের স্বপ্নে তিনি কেরালার কোজেনচেরি সরকারি হাসপাতাল থেকে পাঁচ বছরের ছুটি নিয়ে ওমানে কাজ করতে যান।

Travelion – Mobile

YouTube video

Diamond-Cement-mobile

এরপর আরও ভালো সুযোগের খোঁজে বছরখানেক আগে যুক্তরাজ্যে চলে যান রঞ্জিতা। সেখানে কাজ শুরু করার আগে ভারত থেকে তাঁর নার্সিং লাইসেন্স নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন ছিল। সেই উদ্দেশ্যেই তিনি ভারত ফিরছিলেন।

দুর্ভাগ্যবশত, সেই ফেরা হলো না। তার স্বপ্নভরা সফর শেষ হলো আকাশেই।

এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটে ভারতীয়, ব্রিটিশসহ বিভিন্ন দেশের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর রঞ্জিতার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ওমানে কর্মরত প্রবাসী চিকিৎসক ও নার্সদের মধ্যে তাঁর মৃত্যু গভীর শোক ও কষ্টের আবহ তৈরি করেছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!