ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আবার বাড়ালো পাকিস্তান

পাকিস্তান আবারও তাদের আকাশসীমা ভারতীয় বিমানগুলোর জন্য বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে। এবার ২৩ জুলাই, ২০২৫ পর্যন্ত ভারতীয় বিমান—চাই সেটা যাত্রীবাহী হোক কিংবা পণ্যবাহী—পাকিস্তানের আকাশ দিয়ে উড়তে পারবে না।

এই নিষেধাজ্ঞা শুধু ভারতীয় নিবন্ধিত বিমান নয়, ভারতীয় মালিকানাধীন, চালিত বা ভাড়া করা সব ধরনের বিমানেও প্রযোজ্য।

এই সিদ্ধান্ত এসেছে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর। ২৪ এপ্রিলের সেই হামলায় নিরাপত্তা সদস্যসহ ২৬ জন নিহত হন। এরপর পাকিস্তান প্রথমবারের মতো ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। জবাবে, ভারতও পাকিস্তানি বিমানগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়।

Travelion – Mobile

পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একবারে এক মাসের জন্য এই নিষেধাজ্ঞা বাড়ানো যায়। তাই ধাপে ধাপে মেয়াদ বাড়ানো হচ্ছে।

Diamond-Cement-mobile

এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোকে ঘুরপথে যেতে হচ্ছে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের গন্তব্যে। এতে সময় ও খরচ—দুটোই বাড়ছে।

এছাড়া ৭ মে ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে এক বিমান হামলা চালায়, যেখানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা কেবল রাজনৈতিক নয়, সাধারণ যাত্রীদের ভোগান্তিরও কারণ হয়ে উঠছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!