ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত,পাইলট নিহত
বুধবার ভারতের রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামের কাছে একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর একজন পাইলট নিহত হয়েছেন। আরও দুজন – সম্ভবত বেসামরিক নাগরিক – আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এনটিভির খবরে বলা হয়, এই মুহূর্তে এটিও স্পষ্ট নয় যে বিধ্বস্ত বিমানটি একক নাকি দ্বি-সিটার; ব্রিটিশ-ফরাসি SEPECAT জাগুয়ার সুপারসনিক বিমানটি ভারত ১৯৭০-এর দশকে কিনেছিল।
এই বছর এটি তৃতীয় জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত; প্রথমটি ৭ মার্চ হরিয়ানার পঞ্চকুলায় এবং দ্বিতীয়টি ২ এপ্রিল গুজরাটের জামনগরের কাছে ঘটে।গুজরাটে বিধ্বস্ত বিমানটি ছিল দুটি আসনের।
এই বিশেষ বিমানটি রাজস্থানের সুরতগড় বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।
ভারতে আনুমানিক ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে – ছয়টি স্কোয়াড্রনে ছড়িয়ে – চালু রয়েছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


