বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনা ও জনবল দিয়ে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন করেছে।
আজ বৃহস্পতিবার বিমান এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২০ অক্টোবর বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কার্যক্রম শুরু হয় এবং আজ তা সফলভাবে শেষ হয়।
এর আগে, বিমানের প্রকৌশলীরা বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এ বিষয়ে কারিগরি জ্ঞান অর্জন করেন।
আগে বিদেশি সংস্থার মাধ্যমে এই ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপনের কাজ করাতে হতো এবং এতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হতো। বিমানের নিজস্ব স্থাপনা, ব্যবস্থাপনা ও জনবল দিয়ে এ কাজ সফলভাবে সম্পন্ন করায় আনুমানিক ৪ লাখ মার্কিন ডলার সাশ্রয় হয়েছে।
আরও পড়তে পারেন : এনওসি পেল নতুন বেসরকারি বিমানসংস্থা ‘এয়ার অ্যাস্ট্রা’
বিমানের ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ আছে। প্রতি ১০ বছর পর পর উড়োজাহাজগুলোর ল্যান্ডিং গিয়ার পরিবর্তন করে ওভারহল করা হয় বলে জানায় বিমান।
৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কাজ সম্পন্ন হলে বিমানের প্রায় ১৬ লাখ মার্কিন ডলার সাশ্রয় হবে।
এ বছর ডিসেম্বরে বিমানের নিজস্ব ব্যবস্থাপনায় আরেকটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন করা হবে।