বোর্ডিং পাস হাতে ফ্লাইটে উঠছে ক্যাঙ্গারু! কেবিন ক্রুর বাঁধা—ভাইরাল ভিডিও
বোর্ডিং পাস হাতে বিমানযাত্রার অপেক্ষায় এক ক্যাঙ্গারু!—সম্প্রতি এমন একটি ব্যতিক্রমী ও হাস্যকর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক মহিলা তার পোষ্য ক্যাঙ্গারুকে সঙ্গে নিয়ে ফ্লাইটে উঠতে চাচ্ছেন। বোর্ডিং পাস হাতে ক্যাঙ্গারুটি দাঁড়িয়ে আছে স্ক্যানের লাইনে, আর তার পাশে মালিকের সঙ্গে এক বিমানকর্মীর উত্তপ্ত বাকবাক্য।
ভিডিওটি প্রথমে দেখে অনেকেই মজা পেলেও, অল্প সময়েই তা বিভ্রান্তি তৈরি করে। কারণ, আদৌ কি কোনও ক্যাঙ্গারু এমনভাবে বোর্ডিং পাস ধরে বিমানে উঠতে চেয়েছে, নাকি এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) তৈরি একটি কল্পিত দৃশ্য?
‘Wholesome Side of X’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়, যেখানে ক্যাপশনে লেখা ছিল, “এই কিউট ক্যাঙ্গারুটিকে বোর্ড করতে দিচ্ছে না এয়ারলাইন স্টাফ, অথচ ও কীভাবে বোর্ডিং পাস ধরে আছে দেখুন!”
Emotional support kangaroo fed up with arguments, made his own decision and boarded the airplane😂
(📹:AI generated by infiniteunreality)pic.twitter.com/KV3IU3T6S1
— Wholesome Side of 𝕏 (@itsme_urstruly) May 30, 2025
ভিডিওতে ক্যাঙ্গারুটির বড় বড় চোখ, শান্ত মুখভঙ্গি ও নীরব অপেক্ষা দর্শকদের মন জয় করে নেয়। ইতিমধ্যেই ভিডিওটির ভিউ সংখ্যা ছাড়িয়েছে ৪ মিলিয়নের বেশি। কেউ লিখেছেন, “এই ক্যাঙ্গারু তো অনেক মানুষের থেকেও ভদ্র!” আরেকজন মন্তব্য করেন, “পুরো ভিডিওতে ও-ই সবচেয়ে শান্ত।”
তবে ভিডিওটির সত্যতা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই সন্দেহ করছেন এটি AI-জেনারেটেড কনটেন্ট। কারণ, ভিডিওর মূল পোস্টেই ‘(AI)’ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভিডিওটির উৎস ধরা পড়েছে ‘Infinite Unreality’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অবাস্তব ও কল্পনাপ্রসূত ভিডিও তৈরি করে থাকে।
একজন ব্যবহারকারীর জিজ্ঞাসায় AI সহকারী ‘Grok’ জানায়, “ভিডিওটি সম্ভবত এআই-নির্মিত। এ ধরনের ঘটনার বাস্তব কোনও প্রমাণ নেই। অতীতে ক্যাঙ্গারু বিমানবন্দরে দেখা গেলেও, যাত্রী হিসেবে নয়।”
এই ভিডিও আবারও দেখিয়ে দিল, কীভাবে AI বাস্তবের মতো ভিডিও তৈরি করে সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারে। কেউ কেউ মন্তব্য করেছেন, “এই ধরনের ভুয়া ভিডিও বন্ধ হওয়া উচিত।” আরেকজন লিখেছেন, “AI-এর বানানো এই কল্পনার জগত থেকে রক্ষা করুন ঈশ্বর!”
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ