বোমা হামলার হুমকি, থাইল্যান্ডে এয়ার ইন্ডিয়া ফ্লাইটের জরুরি অবতরণ

শুক্রবার থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বোমা হামলার হুমকি পেয়ে জরুরি অবতরণ করে।

থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট নম্বর AI 379 স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করে। তবে আকাশপথে অবস্থানকালে একটি বোমা সংক্রান্ত হুমকির বার্তা পাওয়ার পর বিমানের গন্তব্য পরিবর্তন করে দ্রুত ফুকেট বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

জরুরি অবতরণের পরপরই বিমানের সকল যাত্রীকে (মোট ১৫৬ জন) নিরাপদে নামিয়ে আনা হয়। যাত্রী নামানো ও পরবর্তী তল্লাশি কার্যক্রম নিরাপত্তা বিধি মেনে পরিচালিত হয়েছে।

Travelion – Mobile

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হুমকির সূত্রপাত হয় একটি অজ্ঞাত বার্তার মাধ্যমে, যাতে বিমানে বোমা রয়েছে বলে দাবি করা হয়। এই খবর সামনে আসার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটি ফুকেট বিমানবন্দরে অবতরণ করানো হয়।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনা গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং আন্তর্জাতিক উড়োজাহাজ নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

Diamond-Cement-mobile

বোমা হুমকি সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া মেলেনি।

মাত্র একদিন আগে, ১২ জুন বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে আরেকটি বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই AI 379 ফ্লাইটে বোমা হুমকির বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

উল্লেখ্য, গত বছর ভারতের বিভিন্ন বিমান সংস্থা ও বিমানবন্দরে বোমা হামলার ভুয়া হুমকির ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের প্রথম দশ মাসে প্রায় ১,০০০টি ভুয়া বোমা হুমকির কল ও বার্তা পাওয়া গিয়েছিল, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

YouTube video

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!