বৈরী আবহাওয়ায় বান্দরবানে ৬০টি রিসোর্ট বন্ধ ঘোষণা
পাহাড়ধসের আশঙ্কা, পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের সিদ্ধান্ত
বন্ধ ঘোষণা
টানা ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের লামা উপজেলার প্রায় ৬০টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রোববার (১ জুন) লামা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “পাহাড়ি ঢালে অবস্থিত রিসোর্টগুলোতে ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রাণহানির আশঙ্কা রয়েছে। মিরিঞ্জা ভ্যালি, সুখিয়া ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটের মোট ৬০টি রিসোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”
এদিকে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জেলায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল। তিনি জানান, “অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।”
পর্যটকদের নিরাপত্তায় নেওয়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে লামা পর্যটন মালিক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল মাওলা বলেন, “আবহাওয়ার উন্নতি হলে ঈদুল আজহার আগে রিসোর্টগুলো আবারও চালু করার অনুরোধ জানিয়েছি। আমরা চাই লামার পর্যটন শিল্প যেন ক্ষতিগ্রস্ত না হয়।”
এদিকে, টানা বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কায় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বান্দরবান সদরসহ সাতটি উপজেলা, দুইটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রশাসন, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও গ্রাম পুলিশ। জনসচেতনতার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পৃথক দুটি ঘটনায় আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানিয়েছেন, “দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সাত উপজেলায় ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।”
রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


