বিশ্বে বিমান নিরাপত্তায় পঞ্চম স্থানে ওমান

বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে ওমান। আন্তর্জাতিক মানদণ্ডে ৯৫.৯৫ শতাংশ সম্মতির ভিত্তিতে ২০২৪ সালে বিশ্বে পঞ্চম স্থানে উঠে এসেছে পারস্য উপসাগরীয় দেশটি।

এ তথ্য জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি (CAA)।

বার্ষিক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, শুধু নিরাপত্তা নয়, প্রযুক্তি ও পরিচালনায়ও তারা বড় ধরনের সাফল্য অর্জন করেছে। পুরো বছরটিই ছিল উদ্ভাবন, নিয়ম মেনে চলা এবং আর্থিক স্থিতিশীলতার দিক থেকে সফল।

Travelion – Mobile

CAA জানায়, ২০২৪ সালে সংস্থাটি মোট ১০৫ কোটি ওমানি রিয়াল আয় করেছে, যা দক্ষ পরিচালনার প্রমাণ। প্রতিষ্ঠানটি ১১৩টি ইলেকট্রনিক সেবা নতুনভাবে চালু ও উন্নত করেছে, যার ফলে বিমান চলাচল–সম্পর্কিত কাজ আরও সহজ হয়েছে।

Diamond-Cement-mobile

আবহাওয়ার পূর্বাভাসব্যবস্থা আরও উন্নত করতে ওমান চালু করেছে নতুন একটি সংখ্যাসূচক পূর্বাভাস পদ্ধতি। পাশাপাশি, আকস্মিক বন্যার পূর্বাভাস দিতে ‘ওয়াদি ফ্লাড ইনডিকেটর মডেল’ চালু করেছে সিভিল এভিয়েশন অথরিটি।

CAA বলছে, এই সব উদ্যোগ ওমানকে আন্তর্জাতিক বিমানচলাচলের একটি আস্থা ও সক্ষমতার কেন্দ্রে পরিণত করছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!