বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্নাতকে শীর্ষে বাংলাদেশি শিক্ষার্থীরা

মিশরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য দেখিয়েছে।

মিশরসহ ৭৬টি দেশের শিক্ষার্থীদের মধ্যে অনেক বাংলাদেশি শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ‘আকীদা ও ফিলোসফি’ বিভাগে স্নাতক শেষ বর্ষের পরীক্ষায় সেরা দশের মধ্যে তিনজন বাংলাদেশি শিক্ষার্থী স্থান পেয়েছেন।
তারা হলেন:

Travelion – Mobile

গোলাম রাব্বানী চৌধুরী (কুমিল্লা) – ৮৮.২৫%

মুহাম্মদ জুনাইদ (ঢাকা) – ৮৭.১৬% (৬ষ্ঠ স্থান)

মুহাম্মদ সাজ্জাদ হোসাইন (নারায়ণগঞ্জ) – ৮৫.২৫% (৮ম স্থান)

স্নাতক প্রথম বর্ষের পরীক্ষায় বাংলাদেশের ৮ জন শিক্ষার্থী সেরা দশে স্থান পেয়েছেন।
তারা হলেন:

মোহাম্মদ জুবায়ের (চট্টগ্রাম) – ১ম, ৯৭.৬৪%

মো. রাকিব (বগুড়া) – ৩য়, ৯৫.৫০%

মো. শরীফ আহমদ (সিলেট) – ৪র্থ, ৯৫.২৫%

মুহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া (ঢাকা) – ৭ম, ৯৪.৩১%

মুহাম্মদ আইয়ুব আলী (নোয়াখালী) – ৮ম, ৯৪.১২%

মো. হাফিজুল হক (হবিগঞ্জ) – ৯ম, ৯৩.৯৩%

মুহাম্মদ নোমান আহমাদ – ১০ম, ৯৩.৭৫%

মো. সাঈদুল গফফার (কক্সবাজার) – ১১তম, ৯৩.৬২%

Diamond-Cement-mobile

স্নাতক দ্বিতীয় বর্ষেও ৫ জন বাংলাদেশি শিক্ষার্থী শীর্ষ দশে স্থান পেয়েছেন।
তারা হলেন:

মুহাম্মদ ইয়াসিন আরাফাত রাফে – ১ম, ৯৭.৮২%

মুহাম্মদ শাকিল ইজতিহাদ সিফাত – ২য়, ৯৭.৮২%

মুহাম্মদ নাজমুল ইসলাম – ৩য়, ৯৬.৫২%

মুহাম্মদ নাঈমুর রহমান ইবনে মুহাম্মদ – ৭ম, ৯৪.৬৪%

আহমান ইবনে মুহাম্মদ উসমান – ৮ম, ৯৪.২৩%

স্নাতক তৃতীয় বর্ষে শীর্ষ দশে আছেন বাংলাদেশি দুই শিক্ষার্থী:

মাসুম বিল্লাহ গুলযার – ৪র্থ, ৯৫.০৭%

ইয়াকুব বিন ইসহাক – ৮ম, ৯৩%

২৮ জুলাই (সোমবার) আল-আজহার বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফলাফল প্রকাশ করে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের অভিনন্দন জানায়।

মিশরের গ্র্যান্ড ইমাম ও আল-আজহারের প্রধান অধ্যাপক ড. আহমাদ আত-তাইয়্যব এক বার্তায় বলেন, “বাংলাদেশি শিক্ষার্থীদের এই সফলতা দেখে আমি আনন্দিত। তারা নিজ দেশে ফিরে আল-আজহারের জ্ঞান ও নৈতিকতার প্রতিনিধিত্ব করবে—এই আশা করি।”

এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের ইসলামী শিক্ষার গৌরবময় অবস্থানকে বিশ্বজুড়ে তুলে ধরছে বলে মনে করছেন কমিউনিটি সংগঠকরা। বাংলাদেশি ছাত্র সংগঠনের সভাপতি এস.এম. ফকরুল ইসলাম বলেন, “এই অর্জন আমাদের দেশের জন্য গর্বের। শিক্ষার্থীদের ঐক্য, পরিশ্রম আর দায়িত্ববোধের ফলেই আজ এই সাফল্য এসেছে।”

এর আগে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাতেও বাংলাদেশের ৬ জন শিক্ষার্থী সেরা দশে স্থান পেয়েছিল।

YouTube video

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!