বিমানের এমডি যাহিদকে অপসারণ, নতুন এমডি শফিউল আজিম

0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. যাহিদ হোসেনকে পদ থেকে অপসারণ করা হয়েছে।

নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি) শফিউল আজিম।

যাহিদ হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Travelion – Mobile

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েল্ডার, পেইন্টার, অপারেটর ও টেইলার্সের ১০টি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর জাহিদ হোসেনকে তার পদ থেকে অপসারণ করা হলো।

গত ২১ অক্টোবর এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার প্রায় ২ ঘণ্টা আগে প্রশ্নফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত হয়।

এভিয়েশনের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন