বিদেশিদের জন্য ব্লু ভিসা চালু করল আমিরাত, যোগ্য যারা

‘ব্লু ভিসা’ চালু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমরাত। বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং পরিবেশ বিজ্ঞান ও গবেষণা খাতে অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন— এমন বিদেশিরা এই ভিসার সুযোগ পাবেন।

যারা এই ভিসার আওতায় আমিরাতে প্রবেশ করবেন, প্রাথমিকভাবে তারা নিরবিচ্ছিন্নভাবে ৬ মাস আমিরাতে বসবাসের সুযোগ পাবেন। ৬ মাস শেষ হওয়ার পর যদি তারা আবেদন করেন, সেক্ষেত্রে এই মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব।

তবে এক্ষেত্রে আমিরাতের পরিচয়পত্র, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর নিরাপত্তা বিষয়ক সরকারি কর্তৃপক্ষের (আইসিপি) যে অনুমোদিত খাতগুলো রয়েছে, সেসব খাতে বিশেষ অবদান রাখা বিদেশিদের অগ্রাধিকার দেওয়া হবে।

Travelion – Mobile

আইসিপির অনুমোদিত খাতগুলোর মধ্যে পরিবেশগত সুরক্ষা ও স্থায়ীত্ব, পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি প্রভৃতি উল্লেখযোগ্য।

Diamond-Cement-mobile

২০২৪ সালে প্রথমবার এই ব্লু ভিসার ঘোষণা করে আমিরাতের সরকার। ঘোষণার প্রায় এক বছর পর তা চালু করল দেশটি।

যেভাবে আবেদন করবেন
যারা ব্লু ভিসার জন্য আবেদন করতে আগ্রহী, তাদেরকে প্রথমে আইসিপির ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে।

সেখানে একটি ফরমে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রদানের পাশাপাশি পরিবেশ বিজ্ঞান ও গবেষণা খাতে অর্জন বিষয়ক তথ্য কিংবা নিজের বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। এসব তথ্যের সঙ্গে উপযুক্ত প্রমাণও থাকতে হবে। তারপর ভিসা ফি প্রদান করতে হবে। আবেদন গ্রহণ করা হলো কি না তা ইমেইলের মাধ্যমে আবেদনকারীকে জানাবে আইসিপি।

আবেদনপত্রের সঙ্গে নিজের বৈধ পাসপোর্টের একটি অনুলিপি এবং একটি রঙিন পাসপোর্ট ছবিও যুক্ত করতে হবে আবেদনকারীকে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!