বাহরাইন থেকে ১,২০০-এর বেশি অবৈধ প্রবাসী বহিষ্কার
পারস্য উপসাগরীয় দেশ বাহরাইন থেকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে ১,২১২ জন প্রবাসীকে অবৈধ প্রবাসীকে বহিষ্কার করে দেশে ফেরত পাঠানো হয়েছে, যা মাসে গড়ে ৪০০ জনের বেশি।
দেশটির শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, এই সময়ে মোট ১৫১টি যৌথ অভিযান চালানো হয়েছে। এতে অংশ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয়তা, পাসপোর্ট ও আবাসন বিভাগ, পুলিশ বিভাগ, মিডিয়া ও নিরাপত্তা সংস্কৃতি বিভাগ, পৌর ও কৃষি মন্ত্রণালয় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।
এছাড়া এই সময়কালে কর্তৃপক্ষ একাই প্রায় ১১,৫০০টি স্থানে পরিদর্শন চালায়।
এই অভিযানে ৩০২ জন প্রবাসীকে আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে এবং অন্যান্য সংস্থার সহযোগিতায় এই কার্যক্রম চলমান থাকবে।
শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের আইন ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মূল উদ্দেশ্য হলো—চাকরির বাজারকে সঠিক রাখা এবং বাহরাইনের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ