বাহরাইনে শাকিব খানের ‘বরবাদ’, প্রবাসীদের মাঝে উদ্দীপনা তুঙ্গে

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বরবাদ’ দেখার সুযোগ পাচ্ছে বাহরাইন প্রবাসী বাংলাদেশী ভক্তরা।

আগামীকাল, ১৫ মে (বৃহস্পতিবার), বাহরাইনের জনপ্রিয় Cineco সিনেমা হলের জুফের ও সিফ শাখায় একযোগে মুক্তি পাচ্ছে ‘বরবাদ’। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

প্রথম শো সিফে শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আর পরের শো জুফের-এ শুরু হবে রাত ৮:৩০। 

Travelion – Mobile

মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই অ্যাকশন-রোমান্স-থ্রিলারধর্মী সিনেমাটি এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়ে দর্শক হৃদয়ে দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, মিশিগান, টরন্টো, অটোয়া ও মন্ট্রিয়লের মতো প্রবাসী বাঙালিদের ঘনবসতিপূর্ণ শহরগুলোতে ‘বরবাদ’-এর প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে যায় আগেই (সোল্ড আউট)।

মুক্তির মাত্র ২৫ দিনের মাথায় সিনেমাটি ৬২ কোটি ৫৮ লাখ টাকার বেশি টিকিট বিক্রি করে, যা বাংলাদেশের সিনেমা ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Diamond-Cement-mobile

বাহরাইনে এর আগে শাকিব খানের ‘তুফান’ সিনেমা হাউসফুল সাফল্য পেয়েছিল, যেখানে প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়ে প্রতিটি শো রেকর্ড গড়ে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই Cineco কর্তৃপক্ষ ‘বরবাদ’ নিয়ে বাড়তি প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। বাংলা সিনেমা দীর্ঘ সময় ধরে বাহরাইনের প্রেক্ষাগৃহে অনুপস্থিত থাকায় শাকিব ভক্তদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। সিনেমার গল্পে রোমান্সের আবেগ, অ্যাকশনের গতি এবং থ্রিলারের টানটান উত্তেজনা দর্শকদের নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন করবে।

Cineco কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে এবং চাহিদা বাড়তে থাকায় দর্শকদের অগ্রিম টিকিট সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি শুধু একটি সিনেমা নয়—বরং দেশের সংস্কৃতির সঙ্গে সংযোগের এক দারুণ উপলক্ষ। বড় পর্দায় শাকিব খানের সিনেমা দেখার এ সুযোগকে ঘিরে বাহরাইনে যেন উৎসবের আমেজ বইছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!