বাহরাইনে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে বিএনপির সমঝোতা

প্রবাসী সাংবাদিকদের হুমকি ও অসদাচরণ করার ঘটনায় দুঃখ প্রকাশ করে সমঝোতা করেছে বাহরাইন বিএনপি।

সম্প্রতি এক অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের সাংবাদিক স্বপন মজুমদারকে হুমকি ও অসদাচরণ করার ঘটনায় সংগঠনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীনের ভূমিকা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তা নিরসনে দলটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং সাংবাদিকেদর সঙ্গে বৈঠক করে সমঝোতায় আসে বিএনপি নেতৃত্ব।

গত ১২ মার্চ বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির ইফতার মাহফিলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভিডিও ধারণ করতে গেলে বিএনপি নেতা নাসির উদ্দীন সাংবাদিক স্বপন মজুমদারকে হুমকি দেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

Travelion – Mobile

এ ঘটনার প্রতিবাদে বাহরাইনে কর্মরত প্রবাসী সাংবাদিকরা তীব্র নিন্দা জানান। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক সংগঠনগুলোও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার বিচার দাবি করে।

Diamond-Cement-mobile

এরই পরিপ্রেক্ষিতে, গত ১৬ মার্চ বাহরাইন বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করা হয়।

এরপর ১৭ মার্চ রাতে বাহরাইনের আল ওসরা রেস্টুরেন্টে বিএনপির শীর্ষ নেতারা ও প্রবাসী সাংবাদিকদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদের আহ্বানে বিএনপি নেতারা সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসেন।

দীর্ঘ আলোচনা শেষে তারা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বাহরাইনের আরও খবর :
বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক দেশের তালিকায় বাহরাইন
বাহরাইনে বাংলাদেশ বিজনেস ফোরামের নতুন নেতৃত্ব
বাহরাইনের প্যাসিফিক অ্যাফেয়ার্স প্রধানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
বাহরাইনে প্রবাসী সাংবাদিককে বিএনপি নেতার হুমকি, বিশ্বজুড়ে ক্ষোভ-প্রতিবাদ
বাহরাইনের প্রথম উপগ্রহ আল-মুনথার সফল উৎক্ষেপণ, নতুন যুগের সূচনা
বাহরাইন বিএনপির নতুন কমিটি নিয়ে বিতর্ক, অসন্তোষ ও পদত্যাগ

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!